বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা জজ আদালতের এপিপি ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শমসের আলীর অকাল মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের এজলাসে তার জীবন ও কর্মের উপর আলোচনা শেষে আদালতের সমস্ত কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
পরে জেলা আইনজীবী সমিতির হল রুমে এ্যাডভোকেট শমসের আলীর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ফিরোজ মামুন, পাবলিক প্রসিকিউটার এ্যাড. কামাল হোসেন, সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.সাজিদুর রহমান সংগ্রাম .মুক্তিযোদ্ধা এ্যাড. আবু আয়ুব বিশ্বাস, এ্যাড.শাহিনা আক্তার ডেইলী প্রমুখ।
এ সময় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ্যাডভোকেট শমসের আলীর পরিবারের হাতে ৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। পরে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২১ মার্চ সকালে এ্যাডভোকেট শমসের আলী মৃত্যুবরণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস