বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখার সভাপতি, রংপুর জেলা জজ কোর্টের বিশেষ পিপি, জাপানি নাগরিক হোশি কুনিও এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি আইনজীবী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোটেক রথীশ চন্দ্র ভৌমিককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে সোমবার শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা পূজা উদযাপন পরিষদ’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের প্রধান সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সাংস্কৃতিক কর্মী কাজী শওকত, অনিল কুমার ঘোষ, কালিপদ দাস, শংকর ব্যানার্জী, বিপ্লব কুমার সরকার, রতন কুমার বসাক, মিন্টু সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক (বাবুসোনা) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৬টার দিকে অজ্ঞাত পরিচয় মটর সাইকেল আরহী তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস