বাংলা৭১নিউজ, এস. এম. রাসেল, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ১১ দফা দাবীতে বেসরকারী শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে। রোববার সকালে মাদারীপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনসহ ১১ দফা দাবীতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এর আগে আচমত আলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন পিলু, সাধারন সম্পাদক আঃ কুদ্দুস হাওলাদার, মাদারীপুর সদর উপজেলার সভাপতি হুমায়ন কবীর, সাধারন সম্পাদক কাজী মোঃ ওবায়দুর রহমান, খলিলুর রহমান, মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান, সিনিয়র শিক্ষক জবাহের মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান শিক্ষক নেতাদের সাথে একাত্বতা প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/জেএস