বাংলা৭১নিউজ, ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭০ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে গেছে টাইগারদের। সিরিজ জয় হাতছাড়া হওয়ার হতাশা কাটতে না কাটতেই দিনশেষে আরো একটি দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। তবে গুরুতর কোনো অপরাধের কারণে নয়, স্লো ওভার রেটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের জন্য নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে ফেলেন মাশরাফি। সে কারণে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
এই নিষেধাজ্ঞার ফলে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না মাশরাফি।
এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছিলেন মাশরাফি। আর আজ আবারো স্লো ওভার রেটের দুষ্ট ফাঁদে পা দেন টাইগার দলপতি। আইসিসির নিয়মানুযায়ী ১২ মাসের মধ্যে কোনো অধিনায়ক দুইবার স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনলে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হবেন।
বাংলা৭১নিউজ/এন