বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন গত জুলাই মাসে হিলিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৪শ ৭১ টাকার মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে।
২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, আটককৃত মালামালের মধ্যে ১৫ লক্ষ ৭৪ হাজার ৪শ ৭৫ টাকার ফেন্সিডিল, মদ, বিয়ার, গাঁজা, ট্যাবলেট ইয়াবা, ইনজেকশন কুপিজেসিক, এমকে ডাইল, ইনজেকশন বুবরিনরফিন ও বিভিন্ন প্রকার উত্তেজক ট্যাবলেট রয়েছে। এছাড়াও ৮ কোটি ১ লক্ষ ২২ হাজার ৯শ ৯৬ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানী মালামালের মধ্যে স্বর্ণ এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট প্যারোপটিন, ডেক্সিন, সিজিন, কফিমল, বিভিন্ন প্রকার ঔষধ, শাড়ী, শার্ট পিছ, জিরা, প্যান্ট পিছ, বাই-সাইকেল, ইমিটেশন সামগ্রী, হরলিক্স, মোটর সাইকেল, আনার ফল, ইজিবাইক, মোবাইল, চেরিফল, ফুচকা, পোস্তদানা, পিকআপ গাড়ী, পান, লবন, ভারতীয় রুপি, সনপাপড়ী, বেটনোভেট ক্রীম, বাজি, ষ্টীল, কসমেটিকস সামগ্রী, বাংলাদেশী পাবদা মাছের পোনা ও শিং মাছ রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস