এক বছরে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ এবং সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যান্ডসহ ইউরোপের দেশগুলোতে আট হাজার ৬৮৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের ২০২০ সালের পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সর্বোচ্চ ৫ হাজার ৬৬১ জন বাংলাদেশি ২০২০ সালে ইতালিয়ান নাগরিকত্ব লাভ করেছেন। দ্বিতীয় অবস্থানে ৭৬৬ জন নিয়ে রয়েছে স্পেন এবং তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমান সময়ের অভিবাসীদের পছন্দের গন্তব্য পর্তুগাল যেখানে ৬৭৮ জন বাংলাদেশি পর্তুগিজ নাগরিকত্ব পেয়েছেন।
এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের বাংলাদেশিদের হিসেবটা এখানে যুক্ত না হওয়ার পরেও তা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি। অর্থাৎ ২০১৯ সালে সর্বমোট ৮ হাজার ৫৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। এরমধ্যে যুক্তরাজ্যেই ছিল ৩৭৮০ জন।
আয়তন এবং জনসংখ্যার বিচারে প্রতিবেশী দেশ ভারতের অধিক সংখ্যক প্রবাসী ইউরোপে বসবাস করলেও তাদের নাগরিকত্ব হার খুব বেশি নয়। একই সময়ে ভারতের ১৬ হাজার ৪০০ জন এবং পাকিস্তানের ১৬ হাজার জন ইউরোপের নাগরিকত্ব পান।
ইউরোপের অন্যান্য দেশেও বাংলাদেশিরা নাগরিকত্ব পেয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রান্সে ৪৯৭ জন, সুইডেনে ৪৩২, জার্মানিতে ২৫৫, নেদারল্যান্ডে ৯৬, ফিনল্যান্ডে ৭২, নরওয়েতে ৬৭, সুইজারল্যান্ডে ও অস্ট্রিয়াতে ৫১ জন।
ইউরোপের এই দেশগুলোতে একই সময়ে সর্বমোট ৭ লাখ ২৯ হাজার বিদেশি নাগরিকত্ব পেয়েছেন। সর্বোচ্চসংখ্যক নাগরিকত্ব অনুমোদনকারী দেশ সুইডেন, অতঃপর পর্তুগাল ও নেদারল্যান্ডস যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।
বাংলা৭১নিউজ/এবি