আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ১০টি উপশাখার উদ্বোধন করেছে। সোমবার (১০ এপ্রিল) একই দিনে দেশের বিভিন্ন জেলায় ১০টি উপশাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।
নতুন উপশাখাগুলো হলো- নয়ানগর, ছনপাড়া, মিরপুর, গৌরীপুর, মাওনা বাজার, পাটগ্রাম, পাগলাপীর, বনপাড়া, ঘোড়াধাপ হাট ও বিরামপুর।
যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উপশাখাগুলো উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সশরীরে ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এবং ১০টি উপশাখার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহকগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ