বাংলা৭১নিউজ,দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি গাছে দুই বন্ধুর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
তারা হলেন, উপজেলার গবরাগাড়া দক্ষিণপাড়া গ্রামের শাজাহান মালের ছেলে মশিউর রহমান (১৮) ও হুজুর আলী মোল্লার ছেলে রকিবুল ইসলাম (১৯)। তাদের গলায় রশি প্যাঁচানো ছিল।
আজ সকাল সাড়ে ৮টার দিকে দাড়েরপাড়া গ্রামের পার্শ্ববর্তী আদাবাড়িয়া মাঠে একটি বাবলা গাছে লাশ দু’টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভোড়ামারা সার্কেল) কামরুল হাসান জানান, গ্রামের একটি বাগানের বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় দুই তরুণের লাশ পাওয়া গেছে। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয় বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এম