টানা কয়েক দফা কমার পর এবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা করা হয়েছে। যা এতদিন বিক্রি হয়ে আসছিল ৯৯৯ টাকায়।
এছাড়া অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। আজ বুধবার (২ আগস্ট) থেকেই ভোক্তাপর্যায়ে নতুন দাম কার্যকর হবে।
দাম বাড়ানোর এই ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৫২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১৭০৯ টাকা, ২০ কেজিতে ১৮৯৯ টাকা, ২২ কেজির দাম ২০৯০ টাকা, ২৫ কেজির দাম ২৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২৮৪৯ টাকা, ৩৩ কেজির দাম ৩১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩৩২৪ টাকা, ৪৫ কেজির দাম ৪২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, কোনোপর্যায়ে নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি করা যাবে না।
বাংলা৭১নিউজ/এসএইচ