বাংলা৭১নিউজ, কক্সবাজার : কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম হত্যার কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করেছে নিহতের স্ত্রী।
তার এ মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী, বন্ধুবান্ধবসহ সর্বস্তরের মানুষ। পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি একরামুলকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে তোলপাড় চলছে সর্বত্র। আঁতকে উঠেছে র্যাব প্রশাসনও। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওটি তদন্ত করে দেখা হবে।
এ ঘটনার ৬ দিনের মাথায় নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম ও দুই কন্যা তাহিয়াত এবং নাহিয়ান কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের কথোপকথনের অডিও ক্লিপ সাংবাদিকদের কাছে সরবরাহ করেন।
এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হলে একরাম হত্যা নিয়ে আরও বেশি প্রতিবাদমুখর হয়ে ওঠে তার রাজনৈতিক সহকর্মী, পরিবার-পরিজন, বন্ধুবান্ধবসহ সর্বস্তরের মানুষ।
এদিকে সংবাদ সম্মেলনে একরামকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন স্ত্রী আয়েশা বেগম। পাশাপাশি স্বামীর হত্যার সুবিচার প্রার্থনা করেন প্রধানমন্ত্রীর কাছেও।
বাংলা৭১নিউজ/এসকে/বিআর