বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

একবছরে মোদির সম্পত্তি বেড়েছে ৩২লাখ রুপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: এক বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি বেড়েছে প্রায় ৩২ লাখ রুপি। মোদির আয়-ব্যয়ের হিসাব কষে দেখা যায়, বেতন-ভাতাদি বাবদ উর্পাজিত অর্থের কিছুই খরচ করতে হয় না। কারণ প্রতিবছর শুধুমাত্র বইয়ের রয়্যালটি থেকে তিনি পাচ্ছেন ১২ লাখেরও বেশি রুপি।

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সম্প্রতি মোদির গতবছরের সম্পত্তির খতিয়ান দেয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আগের মতো এখনো তার কোনো ব্যক্তিগত গাড়ি নেই। গত বেশ কয়েক বছর ধরে তিনি স্বর্ণ কেনেননি। গত বছরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ রুপি। এ বছর সেটি বেড়ে ১ কোটি ৭৩ লাখ রুপিতে দাঁড়িয়েছে । তবে গত বছর মোদির হাতে নগদ ছিল মাত্র চার হাজার ৭০০ রুপি। এবছর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭০০ রুপিতে।

প্রতি মাসে বেতন এবং ভাতা বাবদ মোদি প্রায় এক লাখ ৬০ হাজার রুপি পান। গোটা বিশ্বের প্রথম ১৫ জন ধনী রাষ্ট্রনেতার মধ্যে বেতনের হিসাবে মোদি ১২তম।নিজের লেখা বইয়ের রয়্যালটির থেকে এক বছরে মোদি পেয়েছেন ১২ লাখ ৩৫ হাজার ৭৯০ রুপি।

২০১৪ সালে নিজের বেতন থেকে ৫০ হাজার রুপি এবং গত বছর ২৫ হাজার রুপি বিজেপির নির্বাচনী তহবিলে দিয়েছিলেন মোদি।

মোদির জীবন বিমা ও বন্ডে বিনিয়োগ একই রয়েছে। বেশ কয়েক বছর আগে ৪৫ গ্রামের চারটি সোনার আংটি কিনে রেখেছিলেন, তারপর আর কোনো স্বর্ণ কেনেননি। নিজের উপার্জনের বেশিরভাগ অংশ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন। গতবার যার পরিমাণ ছিল ৩০ লাখ ৭২ হাজার রুপি। এ বার সেটি বেড়ে হয়েছে ৫১ লাখ ২৭ হাজার রুপি।এই মুহূর্তে মোদির ব্যাংক হিসাবে রয়েছে দুই লাখ নয় হাজার রুপি। পোস্ট অফিসে এনএসসি করে রেখেছেন ৩ লাখ ২৮ হাজার রুপি।

প্রধানমন্ত্রী হওয়ার পরেই মোদি মন্ত্রীদের সকলের পারিবারিক সম্পত্তির হিসাব দেয়ার নির্দেশ দিয়েছিলেন। নিয়মানুযায়ী, মন্ত্রীদের ক্ষেত্রে নিজের পাশাপাশি স্ত্রীর আয়ের হিসাব দাখিল করতে হয়।কিন্তু মোদি জানিয়েছেন, যশোদাবেনের সম্পত্তির হিসাব তার জানা নেই।

নির্বাচনের সময় নিজের স্ত্রী বা স্বামীর সম্পত্তির হিসাব দেয়া বাধ্যতামূলক। গত লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দেয়ার সময় স্ত্রী যশোদাবেনের কথা প্রথম উল্লেখ করেন মোদি। সরকারে আসার পরে তিন বছর ধরে সম্পত্তির খতিয়ান দেয়ার সময়েও স্ত্রীর নাম উল্লেখ করছেন। তবে সম্পত্তির বিষয়ে কোনও উল্লেখ থাকছে না। সেই জায়গায় মোদি লিখছেন, ‘জানা নেই।’

মোদির মন্ত্রিসভার ৮৩ জনের মধ্যে এ বছর এখন পর্যন্ত মাত্র ১২ জন সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com