শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

একদিন না একদিন ক্ষমতা ছাড়তেই হবে: মওদুদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ক্ষমতাসীন দলের নেতা-কর্মী আর মন্ত্রীরা যাই বলুক না কেন সরকারকে ক্ষমতা ছাড়তেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী মিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘কোন সরকারই শেষ সরকার নয়। আজ না হয় আগামী বছর, আগামী বছর না হয় তার পরের বছর ক্ষমতা ছাড়তেই হবে। কারণে গণতান্ত্রিক রাজনীতিকে পরিবর্তন হবেই।’

আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় মওদুদ এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করে যুবদল।

গত প্রায় সাড়ে ১০ বছর ধরেই ক্ষমতার বাইরে বিএনপি। এর মধ্যে দুই বছর ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। বাকি সময় ক্ষমতায় আওয়ামী লীগ। সরকারি দলের নেতাদের বক্তব্যে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনার কথা উঠে আসে প্রায়ই।

তবে মওদুদ বলেন, পরিবর্তন আসবেই। তিনি বলেন ‘বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক সংস্কৃৃতি ফিরিয়ে আনবো। হারানো মূল্যবোধ ফিরিয়ে দিয়ে নতুন মূল্যবোধ সৃষ্টি করবো।’

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংলাপের উদ্যোগ নেয়ায় তাকে ধন্যবাদ জানান ফখরুল। এখন নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তিনি।

মওদুদ বলেন, ‘এটাকে তত্ত্বাবধায়ক বলেন আর সহায়ক বলেন, যে কোনো একটা হতেই পারে। যাদের রাজনৈতিক কোন অভিলাস থাকবে না। যারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন।’

মওদুদ বলেন, ‘বিএনপি এক বছর ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। চলমান সংকটের সমাধান শান্তিপূর্ণ না হলে বিএনপির আন্দোলনের বিকল্প থাকবে না।’ তিনি বলেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করার প্রস্ততি নিচ্ছে। তাদেরকে সেই নির্বাচন আর করতে দেয়ার সুযোগ দেয়া যাবে না।’

মওদুদ বলেন, ‘এমন নির্বাচন করতে হবে যেন গত বছরগুলোতে যে দু:শাসন হয়েছে এর বিরুদ্ধে জনগণ তাদের রায় দিতে পারে।’

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com