বাংলা৭১নিউজ, গাজীপুর : গাজীপুরের পাতারটেকে আইনশৃংখলা বাহিনীর অভিযানে নিউ জেএমবির সামরিক কমান্ডার আকাশসহ সাত জঙ্গি নিহত হয়েছে।
অভিযান শেষে আজ বিকাল ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, নিহত জঙ্গিদের আত্মসমর্পনের সুযোগ দেয়া হয়েছিল। তারা এ সুযোগ না নেয়ার তাদের ওপর আক্রমণ চালানো হয়।
সকাল ১০টার দিকে সিটি কর্পোরেশনের নুয়াগাঁও পাতারটেকের ওসমান আলীর দ্বিতীয়তলা বাড়িতে এ অভিযান শুরু হয়।
এরআগে সকালে আইনশৃংখলা বাহিনীর অভিযানে গাজীপুরের হাড়িনালে দুই জঙ্গি এবং টাঙ্গাইলের কাগমারায় দুই জঙ্গি নিহত হয়।
এ নিয়ে আজ আইনশৃংখলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গির সংখ্যা বেড়ে ১১ তে দাঁড়িয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস