রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে ইউক্রেনের ১২০০ সৈন্য নিহত, একটি Su-27 যুদ্ধবিমান এবং ৬টি HIMARS রকেট ও ৯৭টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইউক্রেনীয় বিমানবাহিনীর একটি Su-27 যুদ্ধবিমান, ৬টি মার্কিন নির্মিত HIMARS রকেট এবং ৯৭টি নির্দিষ্ট উইং ড্রোন ধ্বংস করেছে’।

ব্যাটলগ্রুপের কার্যক্রম:

ব্যাটলগ্রুপ ওয়েস্ট: দোনেৎস্ক এবং খারকিভ অঞ্চলে দুটি ইউক্রেনীয় মেকানাইজড ব্রিগেড এবং তিনটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে আঘাত করেছে। এতে ইউক্রেনের ৪৬০ জন সৈন্য নিহত, তিনটি সাঁজোয়া যান, চারটি পিকআপ, একাধিক আর্টিলারির ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাটলগ্রুপ ইস্ট: দোনেৎস্ক অঞ্চলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে ইউক্রেনীয় সেনাদের পরাজিত করেছে। এতে ১৬০ ইউক্রেনীয় সৈন্য নিহত এবং একটি HMMWV সাঁজোয়া যান, দুটি আর্টিলারি ধ্বংস হয়েছে।

ব্যাটলগ্রুপ নর্থ: খারকিভ এলাকায় একাধিক ইউক্রেনীয় ব্রিগেডকে পরাজিত করেছে। এতে ইউক্রেনের ৪০ সৈন্য নিহত ও তিনটি D-30 122 mm হাউইটজার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাটলগ্রুপ সাউথ: দোনেৎস্ক অঞ্চলে শত্রুর প্রতিরক্ষা ভেঙে আরও গভীরে প্রবেশ করেছে। এতে ইউক্রেনের ২১০ সৈন্য নিহত এবং একটি তুরস্ক-নির্মিত Kirpi সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাটলগ্রুপ ডিনেপ্রো: খেরসন অঞ্চলে শত্রু বাহিনী ও সরঞ্জামে আঘাত করেছে। এতে ইউক্রেনের ৯০ জন সৈন্য নিহত এবং তিনটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস হয়েছে।

ব্যাটলগ্রুপ সেন্টার: দোনেৎস্ক অঞ্চলে শত্রু বাহিনীকে পরাজিত করে কৌশলগত অবস্থান উন্নত করেছে। এ সময় ইউক্রেনের ২৪০ সৈন্য নিহত এবং একটি Kozak সাঁজোয়া যান, দুটি D-20 হাউইটজার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষতি: গত ২৪ ঘণ্টায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে সংঘর্ষে ইউক্রেনের ৫৮০ জন সৈন্য নিহত এবং একটি ট্যাংক, ৯টি সাঁজোয়া যান ও ৩৬টি মোটর যান ধ্বংস হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এ নিয়ে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৭,০৪০ জনের বেশি সৈন্য, ৬৫১টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৯,১৪৪টি ড্রোন, ২০,১৩৭টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার এই বিবৃতিতে ইউক্রেনের ওপর সাফল্যের যে দাবি করা হয়েছে, সে বিষয়ে অবশ্য ইউক্রেন এবং আন্তর্জাতিক মহল থেকে এখনো পৃথক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: তাস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com