খুলনার পশুর নদীর প্রবল স্রোতে দাকোপের পানখালীর খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে পাউবোর প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় জোয়ারের পানিতে অর্ধশতাধিক পুকুরের মাছসহ তলিয়ে গেছে শত শত বিঘা আমন ক্ষেত।
স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে পানখালীর খলিসা, পানখালী মধ্যেপাড়া ও পূর্বপাড়া গ্রামে পুকুর ও ফসলি জমি তলিয়ে গেছে। খবর পেয়ে বিকেলে বাঁধের ভাঙন অংশ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফি উদ্দিন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডর উপবিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, দাকোপ সহকারী প্রকৌশলী মধুসুধন মল্লিক, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদ ও ইউপি সদস্য শহিদুল ইসলাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/পিকে