বাংলা৭১নিউজ, ঢাকা: ২০১৪ সালের মতো আরেকটি একতরফা নির্বাচন করার লক্ষ্যেই দ্রুত বিচার আইন সংশোধন করে শাস্তি বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের নামে নামলা দিয়ে তাদেরকে অভিযুক্ত করে জেলে ভরতেই দ্রুত বিচার আইন সংশোধন করেছে সরকার।
তাদের টার্গেট আমাদের নেতাকর্মীদের জেলে ভরে ২০১৪ সালের মতো আরেকটি একদলীয় নির্বাচন করা। কিন্তু, সেটা আর হবে না। ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন এদেশের মানুষ আর করতে দেবে না।
বাংলা৭১নিউজ/জেএস