রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত

একটি ব্রিজ না থাকায় দু:খ বারোমাস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদর-সান্তাহার জংশন শহর ও পার্শ্ববর্তী নওগাঁ জেলা শহরের সাথে নওগাঁর রাণীনগর উপজেলার পুর্বঞ্চলের ২৫ গ্রামের প্রায় লাখো মানুষের সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য সান্তাহারের রক্তদহ বিলের সান্দিড়া-বোদলা খেয়াঘাটে একটি ব্রীজ করা হলেই এঞ্চলের মানুষেন দুঃখ-দূর্দশা থেকে মুক্তিপাবে এবং ব্যাবসা ব্যানিজ্যের খেত্রে ও খুলে যাবে ভা¹ের দুয়ার। কমে যাবে তাদের ২৫কিলোমিটার রাস্তা। সহজ হবে সর্বসাধারনের যাতায়াত ব্যবস্থা।
জানা যায়, প্রতিদিন রক্তদহ বিল পারের ২৫/৩০ গ্রামসহ এর আশপাশ এলাকার প্রায় লাখো মানুষ শত শত বছর ধরে সাধারণ নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনের নানা চাহিদা মেটানোর জন্য নওগাঁ জেলা সদর, বগুড়ার সান্তাহার জংশন শহর, রাজশাহী ও রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরের সাথে একমাত্র যোগাযোগ ব্যাবস্থা এই খেয়াঘাট। বর্ষা মৌসুম শরু হলেই ভুক্তভুগিদের মাঝে নেমে আসে দুর্ভোগ দুর্দশা।
পারের নৌকার জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ফলে সময়মত গমতব্যস্থানে পৌছাতে পারেনা কেহ। অনেকে পারের নৌকার অপেক্ষা না করে মৃত্যুর সাথে বাজি রেখে জীবনের ঝুকি নিয়ে সাঁতার দিয়ে এই বিল পার হয়ে থাকে। এতে প্রাণহানীর ঘটনা ও ঘটে। খড়া মেীসুমি থাকে হাটুপানি তখন নেীকা চলেনা। এঅবস্থা থেকে উত্তোরনের জন্য ভুক্তভুগিরা স্থানীয় এমপি ও মন্ত্রীদের দ্বারস্থ হয়েও কোন ফল পাচ্ছেনা। নির্বাচন এলেই এলাকার চেয়ারম্যান ও এমপি প্রার্থীরা উক্ত খেয়াঘাটে ব্রীজ করার প্রতিশ্রতি দেন এবং পরক্ষণে প্রতিশ্রতি বাস্তবায়ন করেনা কেহ।
রাস্তাঘাট ব্রীজ, কালভাটসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হলেও শত বছরের দুর্ভোগের শিকার মানুষগুলোর ভা¹ের পরিবর্তন হচ্ছেনা।
এব্যাপারে বোদলা গ্রামের হিটলার বলেন, বর্তমান সরকার পদ্মাতে সেতু করে প্রমান করেছে দেশে যোগাযোগ ব্যাবস্থার কতটা উন্নয়ন হচ্ছে। দীর্ঘদিনের আমাদের এই সমস্যা স্থনীয় এমপিকে অবগত করা হয়েছে আশা রাখি বর্তমান সরকরের সময়ই আমরা একটি ব্রীজ পাবো।
এ বিষয়ে রানীনগর উপজেলা ইঞ্জিনিয়ার সাইফুল মিয়ার সাথে কথা বললে, তিনি বলেন ব্রীজের জন্য প্রবোজাল পাঠানো হয়েছে। আগামী-২০১৮-১৯ অর্থ বছরে ব্রীজটির বরাদ্দ হবে।
এবিষয়ে রানীনগর-আত্রাই এলাকার সংসদ সদস্য ইসরাফিল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকার মানুষের দাবি পুরন হতে আর বেশী সময় লাগবে না খুব অল্পসময়ের মধ্যে হবে। আদমদীঘি-দুঁপচাচিয়া এলাকার সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন চেষ্টা করা হচ্ছে স্থানীয় ইঞ্জিনিয়ার প্রকল্প দিলে কাজ হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com