বাংলা৭১নিউজ, ফেনী : ফেনীর শহরতলীর পশ্চিম উকিল পাড়ার নিজ বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সন্ধ্যা ৭টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তারা হলেন- মা মর্জিনা আক্তার মুক্তা (২৭), ছেলে মহিন মাহমুদ (৮) ও মেয়ে তাসলিম মাহমুদ মাহি (৫)।
পুলিশ জানান, শহরতলীর পশ্চিম উকিল পাড়ার বখতিয়ার ভূইয়া বাড়ির ইতালি প্রবাসী তারেক মাহমুদের স্ত্রী ও সন্তানদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরের বিছানার ওপর মরদেহগুলো শোয়া অবস্থায় ছিল এবং ভেতর থেকে ঘরের দরজায় চিটকানি লাগানো ছিল।
তারা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/এম