সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১ সাভারে শ্রমিক-যৌথ বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত ১ এক সিনিয়রসহ ২ সচিব ওএসডি ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১১০ পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবণী আক্তার গ্রেফতার পাঠ্যপুস্তক সংশোধনের সমন্বয় কমিটি বাতিল উদ্বেগজনক দৃষ্টান্ত শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না : ড. দেবপ্রিয় অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা পদ্মা থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০

ঋণের টাকায় কেনা ইজিবাইকের জন্য খুন হলো বাবাহারা ছেলে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(মাগুরা)প্রতিনিধি: খালা জেসমিন ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ নিয়ে আল আমিনকে ইজিবাইকটি কিনে দেন। মাত্র ৪ কিস্তির টাকা পরিশোধ হয়েছে। গুনতে হবে আরও ৪৮ সপ্তাহের টাকা। কিন্তু তার আগেই মঙ্গলবার রাতে আল আমিনকে গলা কেটে হত্যার পর ইজিবাইকটি ছিনিয়ে নেয়া হয়।

মাগুরার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

পুলিশের হাতে আটক সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের নুরুল হক মোল্লার ছেলে মো. শরিফুল মোল্লা (২০), জগদল গ্রামের বসির খানের ছেলে মো. মানজাল খান (১৮) ও মহিষাডাঙ্গা গ্রামের মৃত আফজাল মণ্ডলের ছেলে সুমন হোসেন মণ্ডল (২১) এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি। খোঁজ মিলেছে চুরি যাওয়া ইজিবাইকটিরও।

সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মাগুরা পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ রেজোয়ান জানান, বুধবার সকালে সদর উপজেলার কুকিলা গ্রামের একটি পাটক্ষেত থেকে বেঙ্গাবেরল গ্রামের মৃত হাসানের ছেলে আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ছোটবেলায় বাবার মৃত্যুতে ওই সময় থেকেই একই উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে নানা লিয়াকত আলীর বাড়িতে থাকতো আল আমিন।

পুলিশ সুপার জানান, আল আমিনের কাছ থেকে ইজিবাইকটি ছিনিয়ে নিতেই তাকে খুন করা হয়। যার মূল পরিকল্পনাকারী হলো শরিফুল ইসলাম। সে থাকতো আল আমিনের নানাবাড়ি মহিষাডাঙ্গা গ্রামেই শ্বশুরবাড়িতে। যেখানে আল আমিনের কাছে নতুন ইজিবাইকটি দেখে লোভ হয় শরিফুলের। সেটি নিজের করে নিতে পরিকল্পনা আঁটে সে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে সঙ্গে নেয় একই ওই গ্রামের সুমন মণ্ডল, জগদল গ্রামের মানজাল খান এবং অপর একজনকে।

এ ঘটনায় নিহত আল আমিনের মা তৃষ্ণা খাতুন বাদী হয়ে বুধবার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামিকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান এসপি।

বাংলা৭১নিউজ/এফএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com