ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে জিততে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
রবিবার (৫ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এতে টানা তিন ম্যাচের হারের পর অবশেষে ড্র করলো ম্যানইউ।
যদিও ম্যাচের একটা পর্যায় পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল ইউনাইটেড। তবে প্রতিপক্ষের মাঠ থেকে তারা ১ পয়েন্ট পাওয়া নিশ্চিত করে আইভরিকোস্টের ২২ বছর বয়সী ফরোয়ার্ড আমাদ দিয়ালোর গোলে।
ইউনাইটেড অবশ্য জিতেই যেতে পারতো। যদি না হ্যারি ম্যাগুয়ার শেষ মিনিতে ১০ গজ দূর থেকে লিভারপুলের গোলকিপার আলিসনকে একা পেয়েও বার উঁচিয়ে না মারতেন।
তুষারপাতের কারণে ম্যাচ শুরু হওয়া নিয়েই সংশয় ছিল। তবে নির্ধারিত সময়েই শুরু হয় ম্যাচ। যেখানে গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫২তম মিনিটে আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৭ মিনিট পরেই কোডি গাকপোর গোলে সমতা ফেরায় লিভারপুল।
৭০তম মিনিট পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। কিন্তু এর ১০ মিনিট পরে আমাদের গোল লিভারপুলের জয়ের আশা কেড়ে নেয়। আর চার ম্যাচ পর ড্রয়ের মুখ দেখলো রুবেন আমোরিমের দল।
লিগে এই ড্রয়ের পরও ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের ২০ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট এসেছে। আর ৩৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান নটিংহ্যাম ফরেস্টের। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে চেলসি। তবে নটিংহ্যামের চেয়ে চেলসি এক ম্যাচ বেশি খেলেছে। অপরদিকে ১৩তম স্থানে থাকা ইউনাইটেডের সংগ্রহ ২০ ম্যাচে ২৩ পয়েন্ট।
বাংলা৭১নিউজ/এসএইচ