মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

উৎসব ভুলে একটা রূপকথা বানাতে চায় রাশিয়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ২৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: আরও একটা রূপকথা? নাকি বাস্তবের মাটিতে আছড়ে পড়া! উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব। আশায় বুক বাঁধছে রাশিয়া। না, বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগে কেউই বিশেষ আশা করেননি রাশিয়াকে নিয়ে। দেশের মাঠে বিশ্বকাপ। হাজার হাজার স্বপ্নের জাল বোনা। নানা রঙের স্বপ্ন।

সেই স্বপ্নের মেলায় যে রাশিয়ার স্বপ্নটাও ছিল, সে খেয়াল কেউ রাখেনি। তারকা, মহাতারকার বিশ্বকাপে ফিফা ক্রমতালিকায় ৭০ নম্বর স্থানে থাকা দলকে নিয়ে ক’জনই বা মাথা ঘামায়। কিন্তু সেই রাশিয়াই কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে শনিবার। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ধারে ভারে অনেকটা এগিয়ে থাকা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রাশিয়ার ভরসা লড়াই আর মাঠ ভর্তি সমর্থকদের চিৎকার।

কৃষ্ণসাগরের পাশে সোচি শহর। এই শহরে রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের সব টিকিট শেষ। এমনই জানিয়েছেন ক্রাসনোদারের ভাইস গভর্নর নিকোলাই দোলুদা। স্থানীয় সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। প্রচুর ক্রোয়েশিয়া সমর্থক ইতিমধ্যেই সোচি শহরে ভিড় জমিয়েছেন। ‘আমরা আশা করছি ৭০০০-১০০০০ বিদেশি সমর্থক এই ম্যাচ দেখতে আসবেন। স্টেডিয়ামের ১০০ শতাংশই ভর্তি থাকবে। এই ম্যাচ ঘিরে উন্মাদনা চরম পর্যায়ে পৌছেছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, রোস্তভ থেকে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চাটার্ড বিমানের সংখ্যা বাড়ানো হয়েছে। দারুণ একটি ম্যাচের অপেক্ষা করছি আমরা’ বলছেন দোলুদা।

গোটা রাশিয়া জুড়েই উৎসবের পরিবেশ। একে বিশ্বকাপ, তারপর দেশের দুরন্ত পারফরম্যান্স। রাশিয়ার মানুষ রীতিমতো আনন্দে ভাসছেন। তবে রাশিয়া কোচ স্টানিসলাভ চেরচেসব বলছেন উৎসাহ, আনন্দ তাঁর দলকে সেমিফাইনালে পৌঁছে দেবে না। স্পেনকে হারানোর পর থেকে গোটা দেশ জুড়ে উৎসব চলছে। রাশিয়া দল দৃড়প্রতিজ্ঞ। সেমিফাইনালে পৌঁছে রুপকথার গল্পটাই আরও একবার লিখতে চান তাঁরা। রাশিয়া কোচ বলছেন, ‘আমি কোন অর্থহীন কথা বলবো না। অবশ্যই আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। ক্রোয়েশিয়া দল স্পেন দল থেকে অনেকটাই আলাদা। আমাদের মাথায় আছে বিষয়টি।’

সমর্থকরা আনন্দে গা ভাসালেও চেরচেসব উলটো পথে হাঁটছেন। ‘আমি খবরের কাগজ না পড়ার চেষ্টা করছি। টিভিও দেখছি না। স্পেনের বিরুদ্ধে জয় দেশের জন্য এবং আমাদের দলের জন্য দারুণ কৃতিত্ব। কিন্তু আমাদের এবার সামনের দিকে তাকাতে হবে। এই উৎসব-আনন্দ চালিয়ে যাওয়া আমাদের প্রয়োজন নেই। কারণ বিশ্বকাপ এখনও চলছে। বড় বড় অনেক দল কিন্তু ঘরে ফিরে গেছে। তাই আমাদের বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট সতর্ক।’

বিপক্ষ দলে লুকা মডরিচ, রাকিটিচ, মান্ডজুকিচের মতো ফুটবলার। যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ পালটে দিতে পারেন। ‘ক্রোয়েশিয়া দলে এমন বেশ কিছু ফুটবলার আছেন, যাঁরা বিশ্বের বড় ক্লাবে খেলেন। আমরা তাঁদের চিনি। সেই বুঝেই প্রস্তুতি নিচ্ছি’ বলছেন রাশিয়া কোচ।

বাংলা৭১নিউজ/জেকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com