উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সেগুনবাগিচায় সংগঠনটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
ডিআরইউর এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭২২ জন। ভোটারদের সুবিধার জন্য বসানো হয়েছে ২০ টি বুথ। সকাল ৯টা থেকেই কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়।
ভোট দেওয়া শেষে সানাউল হক সানি নামে এক সাংবাদিক জানান, ডিআরইউর নির্বাচন বরাবরই উৎসবমুখর হয়। আজও উৎসবমুখর পরিবেশে যুক্ত হয়ে ভোট দিতে এসেছি। দক্ষ ও যোগ্য সংগঠকদের ভোট নেওয়ার চেষ্টা করেছি। যারাই জয়ী হবে তারা সবাই ডিআরইউর ঐতিহ্য রক্ষা করে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচালনা করবে এমনটাই আশা করি।
নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মসিউর রহমান খান বলেন, প্রতি বছরের মতো এবারও ডিআরইউর নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে। সকাল থেকেই ভোটাররা আসতে শুরু করেছেন। আশাকরি, বিকেল ৫ টার ভেতরে সব ভোটার চলে আসবেন এবং তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।
এবারের নির্বাচনে মোট ২১ টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দু’টি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বাকি ১৯ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ প্রার্থী।
বাংলা৭১নিউজ/জিকে