বাংলা৭১নিউজ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ফুলজোর নদীর শাখা খালে দ্বিতীয় দফায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সময় ওই শাখা খালের সরকারী সম্পত্তি থেকে আটজন দখলদার উচ্ছেদ করা হয় এবং খালের ভিতর অবৈধভাবে নির্মানাধীন একটি চারতলা ভবনের কাজ বন্ধ করে দেয়া হয়।
এ অভিযানে সহায়তা করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, উল্লাপাড়ার সহকারী কমিশনার মোঃ ফারুক সুফিয়ান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ সহ ভূমি ও পৌর অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারী খাস সম্পত্তির ভিতর উচ্ছেদ হওয়ার পরও অবৈধভাবে দোকান পাট সহ পাকা ঘরবাড়ী নির্মাণের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পৌর শহরের কামিল মাদ্রাসার পাশে সরকারী খালের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে চারতলা ভবন নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে। একই সাথে আরো বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি উল্লেখ করেন সরকারী এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দেয়া হবে না।
বাংলা৭১নিউজ/জেএস