বাংলা৭১নিউজ,জয়নাল আবেদীন জয়,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরে আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, সরকারী কলেজের অধ্যক্ষ এস.এম. ওহিদুজ্জামান, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার শরাফত হোসেন, গাজী খোরশেদ আলম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ প্রমুখ। এছাড়া উপজেলার বড়পাঙ্গাসী ডিগ্রী কলেজের হলরুমে দিবসটি উপলক্ষে কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের গভনিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আলহাজ আব্দুস সামাদ, আব্দুস সালাম, শিক্ষার্থী বর্ষা পারভীন।
বাংলা৭১নিউজ/জেএস