বাংলা৭১নিউজ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ভবন দুটির উদ্বোধন করেন।
প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন দুটি হচ্ছে পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-তানভীর ইমাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রিবলী ইসলাম কবিতা, উপজেলা শিক্ষা অফিসার এজি মাহমুদ ইয়াজদানি, অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস