কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে হাকিম উদ্দিন (৫৫) এবং মৃত মজিদ মিয়ার ছেলে তৈয়ব আলী (৪৫)। এ ঘটনায় নিহত তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসীরা জানান, শুক্রবার দুপুরে তৈয়ব আলী ও হাকিম উদ্দিন বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ করা অবস্থায় আকস্মিকভাবে বিদ্যুতায়িত হন। এ সময় তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম (৪৫) তাদের উদ্ধার করতে এসে নিজেও গুরুতর আহত হন।
এ সময় এলাকাবাসীরা তাদের তিনজনকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলী ও হাকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তবে ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। মৃত ব্যক্তিরা আপন মামাতো-ফুফাতো ভাই। এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/আরকে