বুধবার, ০১ মে ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

উলফা কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুর সংবাদ ভিত্তিহীন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ১১১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: পরেশ বড়ুয়ার মৃত্যু হয়নি৷ কিন্তু দুর্ঘটনায় মারাত্মক জখম আলফা (স্বাধীনতা) সুপ্রিমো তথা মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা৷ এমনই জানিয়ে দিলেন প্রাক্তন আলফা নেতা অনুপ চেটিয়া৷ তিনি বলেছেন, চিন ও মায়ানমার সীমান্তের চিনা শহর রুইলির কাছে দুর্ঘটনার কবলে পড়েন পরেশ৷

এদিকে অসমেরই একটি অন লাইন সংবাদ মাধ্যমে প্রথম আলফা প্রধানের মৃত্যু সংবাদ নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল৷ সেই সংবাদ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে৷

অসম পুলিশের শীর্ষ কর্তা পল্লব ভট্টাচার্য জানিয়েছেন, জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার গুরুতর জখম৷ তবে তার মৃত্যুর কোনও খবর নেই৷

মঙ্গলবার অসমের একটি অন লাইন সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করা হয়, মায়ানমার-চিন সীমান্তে দুর্ঘটনায় জখম হয়ে মৃত্যু হয়েছে আলফা (স্বাধীনতা) প্রধান পরেশ বড়ুয়ার৷ পাঁজর ভেঙেই তার মৃত্যু হয়েছে৷ এরপরেই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতার মৃত্যু সংবাদ ঘিরে অাসাম সহ উত্তর পূর্বাঞ্চল ভারতে ছড়ায় চাঞ্চল্য৷ একাধিক সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশ হলেও কারোর পক্ষেই জানানো সম্ভব হয়নি পরেশ বড়ুয়া মৃত না জীবিত৷

পরে অাসামেরই কিছু সংবাদ মাধ্যম দাবি করে, পরেশ বড়ুয়ার মৃত্যু সংক্রান্ত খবরটি ভুয়ো৷ এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হব আত্মসমর্পণকারী আলফা নেতা অনুপ চেতিয়া৷ যাকে কয়েক বছর বছর আগে বাংলাদেশ সরকারের তরফে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে৷ অনুপ চেটিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন পরেশ বড়ুয়া৷ কিন্তু তিনি বেঁচে রয়েছেন৷

তিনসুকিয়ায় ৫ বাঙালিকে খুনের পর থেকে অাসাম উত্তপ্ত৷ অভিযোগ উঠেছে, এই হামলায় জড়িত আলফা (স্বাধীনতা)৷ তবে এই জঙ্গি সংগঠন সেই দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে৷ এরপরেই আলফার সশস্ত্র পথের নেতা পরেশ বড়ুয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল৷

মায়ানমার ও চিনের সীমান্ত দিয়ে দুই রাষ্ট্রের মধ্যে নিয়মিত আসা যাওয়া চলে আলফা প্রধানের৷ চিনের দিকে রুইলি শহর তার ঘাঁটি আবার মায়ানমারের টাগা শহরেও তার আস্তানা রয়েছে৷ গোয়েন্দা বিভাগ আগেই জানিয়েছে, রুইলি শহর থেকেই ভারত বিরোধী নাশকতার ষড়যন্ত্র করে পরেশ বড়ুয়া৷ যদিও চিন সরকার তাদের জমিতে এই জঙ্গি নেতার অস্তিত্ব সম্পর্কে মানতে নারাজ৷

বাংলা৭১নিউজ/কলকাতা অনলাইন/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com