বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধিঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আক্রান্ত সবাই ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে ১৫ জনই তরুণী।
তবে তাদের কারও কোনো উপসর্গ নেই।
গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে থাকেন। এরপর ৭৮ শিক্ষানবিশ চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের পরীক্ষায় সোমবার ১৬ জনের পজিটিভ আসে।
তবে আক্রান্ত চিকিৎসকদের উদ্দেশ্যে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মইনুল হক চিকিৎসকদের ফেইসবুক গ্রুপে লেখেন, ৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ আসবে। আমরা তোমাদের সাথেই আছি।
বাংলা৭১নিউজ/এসআর