বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ৫ গ্রামের মানুষের সংঘর্ষ ৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ দায়িত্ব নিয়েই হামাসকে যে বার্তা দিলেন ইসরায়েলের সামরিকপ্রধান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্যের সব পদ স্থগিত আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা শহীদদের রক্তের দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের রয়েছে : হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার হোসেন গ্রেপ্তার আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান শেষদিনে ইবতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদউদ্দিন নাম ভাঙিয়ে বাড়ি তল্লাশি-অর্থ দাবি, সতর্ক থাকতে বলছে দুদক দেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার ‘নির্বাচিত সরকারও হাসিনাসহ অপরাধীদের বিচার নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’ গুইমারা প্রেস ক্লাবের সভাপতির নামাজে জানাজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা চলছে : অর্থ উপদেষ্টা

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. সি আর আবরার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল (সি. আর) আবরার।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৬ মিনিটে রাজধানীতে রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী সময় কোরআন থেকে তিলাওয়াত করা হয়।

নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সে ক্ষেত্রে বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ‌্যা হবে ২৩ জন।

ছাত্র-জনতার গণঅভু্যত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। সর্বশেষ ১০ নভেম্বর তিনজন উপদেষ্টা যুক্ত হন।

অন্যদিকে গত বছরের ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হয় ২২ জন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com