বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন ও ভূমি উন্নয়ন দুই প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি ৪ তলা বিশিষ্ট উপজেলা প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্থর ও ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবন নির্মাণে ৯ কোটি ২৬ লক্ষ ১৬১ টাকা ও ১ কোটি ৭৩ লক্ষ ৬ হাজার ৩৮৩ ভূমি উন্নয়ন ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ।
মাহবুব ব্রাদার্স এবং মীর হাবিবুল আলম,জেডি ও র্যাব আরসি প্রাইভেট লিঃ ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ গুলো করছেন। এসময় উপস্থিত ছিলেন, নাটোর জজ কোটের পিপি সিরাজুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী, সাধারন সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, পৌরসভার প্যানেল মেয়র সাহেব আলী, খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
এদিকে দুপুরে নাটোর-নলডাঙ্গা-আত্রাই আঞ্চলিক মহাসড়কের মাধনগর অংশের পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
বাংলা৭১নিউজ/জেএস