বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন দিনাজপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মালেক সরকার।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল কুদ্দুস জানান, চলতি অর্থ বছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সদরে ১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দে কপালদাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ ও পিইডিপি-৩ এর অধীনে ১২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দে গরীবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ শেষ হওয়ায় তত্বাবধায়ক প্রকৌশলী বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে প্রকল্প তিনটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস