নগরবাসী উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে ডালিয়া বলেন, ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নগরবাসী ভোট দিতে আসছেন। রংপুরের মানুষ উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেবে।
বিজয়ী হয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবেন বলেও জানান তিনি।
এদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন জানায়, রংপুর সিটি করপোরেশনে মোট ৩৩টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২২৯টি। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৩৪৯টি। এবারের নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণ মোট ১ হাজার ৮০৭টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ