বাংলা৭১নিউজ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: সরকার দেশের উন্নয়ন, আয় ও স্থিতি বেশি বেশি দেখিয়ে উন্নয়নের রোল মডেলের নামে মানুষের সঙ্গে প্রতারণা করার কৌশল হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।
সরকার সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে চলেছে। এতে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে না। ফলে এবার চামড়া ব্যবসায় ধস নেমেছে। সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির ওপর বিপর্যয় নেমেছে বলেও জানান মির্জা ফখরুল।
সরকারের পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এ পথ থেকে মুক্তির একটাই পথ খালেদা জিয়ার মুক্তি দেয়া।
বাংলা৭১নিউজ/এসআই