সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা ভোট দিন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালতলী, বরগুনা, ২৭ অক্টোবর। ছবি: বাসস

বাংলা৭১নিউজ,ডেস্ক: দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আরও এক মেয়াদ নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে, যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাব তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’ তিনি বলেন, ‘আমি আমার জীবনকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাঁদের সুখী সমৃদ্ধ জীবন নিশ্চিত করা, তাঁদের উন্নত জীবন দেওয়াই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে খালেদা জিয়া এবং তারেক জিয়া তাঁকে হত্যার চেষ্টা করেছিল। ওই ঘটনায় আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী নিহত হয়। বিএনপির আমলে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানুষের উন্নতিতে বিশ্বাস করে না।

খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করাতেই আজকে কারাগারে রয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরি করলে তাকে আল্লাহও শাস্তি দেন, সেই শাস্তিই তিনি এখন ভোগ করছে। তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং ১০ ট্রাক অস্ত্র পাচারের ঘটনায় জড়িত থাকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এ সময় দেশকে দারিদ্র্য মুক্ত করায় তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, একটি লোকও না খেয়ে থাকবে না, প্রত্যেকের জন্য আমরা বাসস্থান করে দেব এবং তাঁরা যেন সুন্দরভাবে বাঁচতে পারে আমরা সে ব্যবস্থা করে দেব। দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বসভায় চলবে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে যে সম্মান পেয়েছি তা ধরে রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাই আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন।

স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। আমি টুঙ্গিপাড়া থেকে একসময় স্পিডবোটে করে বরগুনা এসেছি। এই তালতলী একটি ইউনিয়ন ছিল। সেই তালতলীকে উপজেলা করে দিয়েছি। আমি যখন প্রথমবার এখানে আসি মাত্র একটা পাকা দালান ছাড়া আর কিছু ছিল না। এখন এখানে সবই আছে। ইনশা আল্লাহ আরও হবে।’

সরকার প্রধান বলেন, ‘আজ আমরা অনেকগুলো প্রজেক্ট উদ্বোধন করলাম। এখানকার বাঁধগুলো সংস্কার করে জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড় থেকে মানুষকে রক্ষার জন্য প্রকল্প গ্রহণ নিয়েছি। এ ছাড়া আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে আমরা সেই পরিকল্পনাও গ্রহণ করেছি। যে শিশু এখন জন্ম নিল বা আগামীতে জন্ম নেবে, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের সরকার কাজ করবে। আমি ছেলেমেয়েদের বলব, সকলকে লেখাপড়া শিখতে হবে। তাহলে বাবা-মার নাম যেমন উজ্জ্বল হবে। তেমনি দেশের নামও উজ্জ্বল হবে।’

দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের কোনো স্থান হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি। মাদকের জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। প্রত্যেকটি জেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দেব, যাতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়। আমাদের ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। তাই জঙ্গিবাদ বা মাদককে প্রশ্রয় দেবেন না।’

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভার একাংশ। বরগুনা, ২৭ অক্টোবর। ছবি: পিআইডি

উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত লেখাপড়ার জন্য বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি। এক কোটি চল্লিশ লাখ শিক্ষার্থী এই টাকা পাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। প্রত্যেকটা এলাকায় ডিজিটাল সেন্টার করে দিয়েছি। এই ইন্টারনেটের মাধ্যমে জন্মনিবন্ধনসহ প্রায় দুই শ রকমের সেবা পাচ্ছে সবাই।’ তিনি বলেন, ‘তালতলীর মতো দুর্গম এলাকা থেকেও সব আধুনিক সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। পটুয়াখালীর কলাপড়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এখানকার প্রত্যেকটা ঘরেও বিদ্যুৎ পৌঁছে যাবে।’

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভার একাংশ। বরগুনা, ২৭ অক্টোবর। ছবি: পিআইডিশেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, শুধু রাজধানীর মানুষ সুখে থাকবে তা নয়, প্রত্যেকটা গ্রামগঞ্জ পর্যন্ত সুবিধা পৌঁছাতে চাই। প্রত্যেকটা গ্রামে আমরা শহরের মতো সুবিধা নিশ্চিত করতে চাই। ঘরে বসে ইন্টারনেটে কাজ করে পয়সা উপার্জন করে মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে জন্য লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট নিয়েছি।’

তিনি বলেন, যুবসমাজের জন্য কর্মসংস্থান ব্যাংক করেছি। আওয়ামী লীগ সরকার বর্গাচাষিদের বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের আগে কোনো স্বীকৃতি ছিল না। আমরা তাদের কারিকুলাম ঠিক করে সনদের ব্যবস্থা করেছি। যে সনদের মাধ্যমে তারা দেশে বিদেশে চাকরির সুযোগ পাবে।

এর আগে তালতলীতে ২১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হচ্ছে: একটি ২৫০ শয্যার হাসপাতাল, বামনা ও বেতাগি উপজেলায় দুইটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা পাঠাগার, জেলা পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের জন্য একটি ব্যারাকের নির্মাণকাজ এবং অন্যান্য প্রকল্প, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেলের সম্প্রসারণ, আমতলী থানা ভবন, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, দোয়াতোলা ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়), হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধসমূহ মেরামত, বরগুনা সদরের এম বালিয়াতলী ডিএন কলেজ, পাথরঘাটায় সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ ও আমতলীতে ইউনুস আলী খান ডিগ্রি কলেজ-এর চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, তালতলীতে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, বাকেরগঞ্জ-পাদ্রিশিবপুর-কাঁঠালতলী-সুবিদখালী-বরগুনা সড়ক সম্প্রসারণ কাজ, একটি সেতু, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স, গৌরচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, বামনা ও তালতলীতে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন।

জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ। তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রিজভিউল কবির এতে সভাপতিত্ব করেন।সূত্র: বাসস।

বাংলা৭১নিউজ/বিএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com