বাংলা৭১নিউজ, সাভার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছেন।
আজ সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নবীন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অনুষ্ঠানটি আয়োজন করে।
একটি দেশের উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দিয়ে মালয়েশিয়ার উদাহরণ টেনে জয় বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ এবার টানা আট বছর ক্ষমতায়। সর্বমোট (স্বাধীনতার পর) ১৬ বছর। আওয়ামী লীগ কেবল আট বছর ক্ষমতায়, তাতেই দেশের কী পরিমাণ উন্নতি দেখুন। আওয়ামী লীগ আরো ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে।
বিএনপির মধ্যে দেশপ্রেম নেই দাবি করে তিনি বলেন, তারা ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে হাঁটবে।
বাংলা৭১নিউজ/সিএইস