বাংলা৭১নিউজ, ঢাকা: অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেছেন, ‘চলমান রাজনীতি অসুস্থ। সে কারণে গহীনে অন্ধকার, গভীর উদ্বেগ ও চরম অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ।’
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়নে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবুল বারকাত বলেন, ‘কতৃত্বপরায়ন রাজনীতি, কতিপয় তান্ত্রিক রাজনীতি এমনিভাবে রাজনীতির যত নেতিবাচক দিক আছে এদেশে তার সবই বিদ্যমান। সেইসাথে অর্থনীতির অসম স্ট্রাকচারে শ্রেণীবিভক্ত সমাজ। ক্রমবর্ধমান এই বৈষম্য চলতে থাকলে দেশের পরিণতি কী হবে তা কী আর বুঝবার বাকী আছে কারো?’
বাংলা৭১নিউজ/সিএইস