শনিবার, ০৪ মে ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

উদ্ধার অভিযানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা উৎসুক জনতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা:  রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লেগেছে। দুপুর ১২টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের পর পরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এমনকি হেলিকপ্টারেও চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

কিন্তু আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এফআর টাওয়ারের নিচে ভিড় জমাতে শুরু করেছে উৎসুক জনতা। তাদের কেউ ছবি তুলছেন কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। কেউ আবার আসছেন লাইভে। তাদের কারণে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের। ওই ভবনে আটেক পড়া মানুষের স্বজনরাও ভিড় জমিয়েছে নিচে। জনতার ভিড়ে তারাও পড়ছেন বিপাকে।

ভবনের কামাল আতার্তুক রোড থেকে গুলশানগামী সড়ক, মূল রাস্তাসহ পুরো দুই রোডে মানুষ আর মানুষ। ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাঁশির বাজিয়ে ও অনুরোধ করেও তাদের সরাতে পারছেন না। পাঁচ শতাধিক সেনা সদস্য, পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

janat1

এদিকে সাধারণ মানুষের মধ্য থেকেও অনেককে উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পানির পাইপ দিয়ে অযথা পানি বের হতে দেখলেই তারা সেখানে জোড়াতালি দিয়ে আটকাচ্ছেন। পানি নষ্ট হতে দিচ্ছেন না। কেউ কেউ আবার পানির পাইপ কাঁধে দাঁড়িয়েও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।

প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের বর্ণনা মতে যে সকল উৎসুক জনতা কোনো কারণ ছাড়াই দাঁড়িয়ে কেবল তাকিয়ে দেখছেন উদ্ধার তৎপরতায় তারাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছেন। চাইলে তারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে পারতেন না হলে জায়গাটা ফাঁকা রেখে উদ্ধার কাজ নির্বিঘ্ন করতেও সহায়তা করতে পারতেন।

এদিকে বিকেল ৪টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

janat13

ঘটনাস্থলে ভিড় করা উৎসুক জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি- এখান থেকে সরে যান। এখানে অযথা ভিড় করবেন না। এতে করে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কর্মীরা স্বাভাবিকভাবে তাদের কাজ করতে পারছে না। আপনারা তাদের সহযোগিতা করুন। এখান থেকে সরে যাওয়াটাই সহযোগিতা।’

মেয়র আরও বলেন, ‘এখানে সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি, খুব শিগগিরই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’

ja

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের শিখা কিছুটা কমে এসেছে। তবে বেড়েই চলছে ধোঁয়ার পরিমাণ। দমকল বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন।

এ অগ্নিকাণ্ডে ইতোমধ্যে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/এসড

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com