উত্তরা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘উত্তরা ই-ওয়ালেট’র উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে উত্তরা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আজহারুল ইসলাম ব্যাংকের নিজস্ব এই মোবাইল ব্যাংকিং অ্যাপের উদ্বোধন করেন।
ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালকরা মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম এবং মো. আশরাফ-উজ-জামানসহ অন্য নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমকে