বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর উত্তরায় মো. আতিক (৩০) নামে এক পোশাক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
তিনি কাজী আতিক ক্যান্টনমেন্টের মানিকদি এলাকার কাজী সাইফুল ইসলামের ছেলে। তিনি অনন্ত গার্মেন্টসের পোশাক কর্মকর্তা।
হাসপাতালে নিহত আতিকের স্ত্রী জেসমিন জানান, কী কারণে তার স্বামীকে গুলি করা হয়েছে, তিনি জানেন না। ময়নাতদন্তের পর লাশ তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন।
হাসপাতালে আতিকের বন্ধু মনির জানান, আতিকের কাছ থেকে নগদ আট হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে গুলি করা হয়েছে।
হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক আতিককে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এস