শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

উজিরপুরে ৯উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোন ডাক্তার নেই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সৈয়দ নাজমুল ইসলাম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলায় ৯টি ইউনিয়নে লোক সংখ্যা ২,৩৪,৯৫৯ জন। ৯টি ইউনিয়নে রয়েছে ৯টি উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। কেন্দ্রগুলোর প্রত্যেকটিতে স্বাস্থ্য বিভাগ থেকে একজন করে মেডিকেল অফিসার মঞ্জুরকৃত থাকলেও দীর্ঘ্যদিন ধরে হাসপাতালগুলোতে কোন চিকিৎসক না থাকায় গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার পূর্ব শেষ প্রান্তে হওয়ায় ৮ ইউনিয়ন থেকে হাসপাতালটিতে চিকিৎসানিতে আসার ক্ষেত্রে যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে থাকেন।
উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে সাতলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার, র্ফামাসিষ্ট ও অফিস সহায়ক) ৩টি পদ দীর্ঘৃদিন ধরে শুন্য। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রের অধিনে জনসংখ্যা-২৭,০৭৩ জন। হারতা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও এস.এ.সি.এম.ও) ২টি পদই শুন্য, এখানে জনসংখ্যা সংখ্যা-২২,৯৯৭ জন। জল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও এস.এ.সি.এম.ও) ২টি পদই শুন্য, এখানকার জনসংখ্যা-২৪,৪৪২ জন। মশাং উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও ফার্মাসিষ্ট) ২টি পদ শুন্য, জনসংখ্যা- ২৫,০৭১ জন। আটিপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ‘সংযুক্তি ঢাকা মেডিকেল, এস.এ.সি.এম.ও, ফার্মাসিষ্ট) ৩টি পদই শুন্য, এখানে জনসংখ্যা- ২৭,৬০৮ জন। চথলবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার,র্ফামাসিষ্ট ও অফিস সহায়ক) ৩টি পদ শুন্য, জনসংখ্যা-২৬,১৩৬ জন। শিকারপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার, র্ফামাসিষ্ট ও অফিস সহায়ক) ৩টি পদ শুন্য, জনসংখ্যা- ২৮,৯৭২ জন। শোলক উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও এস.এ.সি.এম.ও) ২টি পদই শুন্য, জনসংখ্যা- ২৭,৭৮৯ জন। গুঠিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার- সংযুক্তি শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল) ১টি পদ শুন্য, জনসংখ্যা-২৪,৮৭১ জন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ শামছউদ্দিন আহমেদ এপ্রতিবেদককে বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৯ জন মেডিকেল অফিসারের পদ রয়েছে। সেখানে ২টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাঃ সানজিদা খান ও ডাঃ শ্রাবন্তী মালা নিয়োগ থাকলেও তারা থাকেন ঢাকায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের ক্ষমতা আছে তাদের পক্ষে সব কিছুই করা সম্ভব। তারা এখান থেকে বেতন ও সকল সুযোগ সুবিধা নিচ্ছেন আর অবস্থান করছেন পছন্দ মত স্থানে। চিকিৎসকদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে গরীব অসহায় শত-শত মানুষ। মোবাইল ফোনে ডাঃ সানজিদা খানকে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। ডাঃ শ্রাবন্তী মালাকে পাওয়া গেলে তিনি বলেন, সরকার আমাকে প্রশিক্ষনের জন্য সংযুক্তি ঢাকায় বদলি করেছে।
এবিষয় স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কমিটিরসহ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল বলেন, ৯ জন চিকিৎসকের যায়গায় ২ জন চিকিৎসক নিয়োগ আছে, তারাও আবার নিজ কর্মস্থলে চিকিৎসা না দিয়ে অতিরিক্ত আয়ের জন্য কার অনুমতিতে এলাকা ছেড়েছেন জানিনা। আমি বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে শুণ্যপদগেুলো পুরণ করায় যায় সে ব্যাবস্থা নেব।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com