বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩১২টি রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর ও ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্হলে যায়। পরে রোহিঙ্গা ও স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোহিঙ্গারা জানিয়েছেন, প্রতিটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। অধিকাংশ রোহিঙ্গারা এর ব্যবহার বিধি জানে না। তাই প্রতিনিয়ত অগ্নিকাণ্ড ঘটছে। রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীপনযাপন করছে।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ই ওয়ান ব্লকের বাসিন্দা আলী হোসেন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে গেছে রোহিঙ্গাদের ৩১২টি ঝুপড়ি ঘর। এরা এখন খোলা আকাশের নিচে বসে আছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাস্হল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান।
এ সময় সাথে ছিলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মৌলভি বখতিয়ার আহমদ ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দীন।
উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার এমদাদুল হক বলেন ফায়ার সার্ভিসের দুইটি ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনি। এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি। এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এফএম