বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শওকত আলী নামে এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজন ইয়াবাকারবারিকে আটক ও এক লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ মে) দিনগত রাত দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ‘বন্দুকযুদ্ধে’ হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার মর্জু এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পে বেশকিছু ইয়াবাকারবারি বিপুল পরিমাণে ইয়াবা পাচারের জন্য বালুখালী ক্যাম্পে মজুদ করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। একপর্যায় উভয়পক্ষের মধ্যে ‘গুলিবিনিময়’ থেমে গেলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক এবং ইয়াবা ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএস