পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহজেবিন শিরিন পিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই রুনি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি তিনি বলতে পারেননি।
মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
মাহজেবিন শিরিন পিয়াকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও তদন্ত পরিদর্শক এবিএম মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএকে