বাংলা৭১নিউজ, ঢাকা: বাহুবলী কাঁপিয়েছে ভারত। বাহুবলী কাঁপিয়েছে বিশ্ব। এবার ঈদ বাজার কাঁপাচ্ছে বাহুবলী। বাহুবলীর জ্বরে যখন কাবু পুরো ভারত তখন সেই উত্তাপ এসে লেগেছে দেশের ঈদ বাজারে। প্রতি বছরই দেখা যায় কোনো সিনেমা বা কোনো সিরিয়াল বা কোনো নায়িকার নামে পোশাক আসে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি।
এবার ঈদে তরুণীদের জন্য হাল ফ্যাশনে ১ নম্বরে রয়েছে বাহুবলী-১, বাহুবলী-২। এছাড়াও চাম্পা চামেলী দাস, সারারা, পঞ্চ, সাহেবা, আশীর্বাদ, সার্ক, ক্যাপ গাউন, বোম্বে বুটিকস্ ও দিল্লি বুটিকস্ এসব ভারতীয় পোশাক বাজার দখল করে রয়েছে। বাহুবলী-১ ও ২ এসব পোশাক তৈরি করা হয়েছে মটকা সিল্কের উপর কাতান কাপড় দিয়ে। এর দাম পাঁচ থেকে দশ হাজার টাকা।
সারারার দাম ৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। চাম্পা চামেলী দাসের দাম তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত। সার্ক এর দাম ৪ থেকে ৬ হাজার পর্যন্ত। পঞ্চের দাম তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত। ক্যাপ গাউনের দাম পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত। আশীর্বাদের দাম তিন থেকে ছয় হাজার পর্যন্ত।
বসুন্ধরার ফ্যাশন প্যালেসের বিক্রেতা শফিকুল জানান, এ বছর বাহুবলী ও সারারার চাহিদা সবচেয়ে বেশি। কেন এই পোশাকের নাম বাহুবলী জানতে চাইলে তিনি জানান, বাহুবলী সিনোমাটা হিট হওয়ায় এই পোশাকের নাম বাহুবলী রাখা হয়েছে। এখন পর্যন্ত বাহুবলীই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আশা করছি ১৫ রমজানের পর বিক্রি আরো বাড়বে।
তানহা বুটিস্ রিপন জানান চাম্পা চামেলী দাস এই পোশাকের চাহিদা রয়েছে। কিছুটা লেহেঙ্গা ধরনের এই পেশাকটি এবার ঈদে নতুন এসেছে। এছাড়াও সারারার চাহিদা রয়েছে বলে জানান তিনি। এদিকে সেমন্তী এসেছে ঈদের পোশাক কিনতে। তার পছন্দ বাহুবলী-২। সেমন্তী বলেন, বাহুবলী-২ কিনতে এসেছি।
কেন বাহুবলী পছন্দ জানতে চাইলে তিথি বলেন, বাহুবলীর সিনেমায় এ পোশাকটি দেখেছি। তখন থেকেই ইচ্ছে ঈদে এই পোশাকটি কেনার। তিথির পছন্দ সারারা। তিথি বলেন, ঈদের জন্য ভারতীয় পোশাকই তার পছন্দ। কারণ ভারতীয় পোশাক যত জাঁকজমক হয় দেশীয় পোশাক ততটা হয় না। সারারা পোশাকটিতে রাজকীয় ভাব রয়েছে। এ কারণে এ পোশাকটিই তার পছন্দ।
বাংলা৭১নিউজ/জেএস