বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ১০টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় বিএসএফ পতিরাম ব্যাটলিয়নের অধিনায়ক বিএস ন্যাগির হাতে ১০টি মিষ্টির প্যাকেট দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক।
২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, সীমান্তের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিবছর ঈদুল ফিতর সব ধরনের ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা একে অপরের মধ্যে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তাদের পক্ষ থেকেও আমাদের (বিজিবিকে) ১০ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উভয় দেশের সীমান্তরর্ক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/পি.আর