সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজস্ব ও ভর্তুকির জন্য ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা বগি উদ্ধার, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ শেখ হাসিনার যোগসাজসেই সীমান্তে কাঁটাতারের বেড়া: রিজভী প্লট দুর্নীতি শেখ হাসিনা-রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে মামলা লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪ জমি চাষে বাংলাদেশিদের বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক দুই হাজার কোটি টাকার সম্পদের বিষয়ে আদালতকে যা বললেন হেনরী বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ চুলা জ্বলছে না, শিল্পের অবস্থাও শোচনীয়: গ্যাস সঙ্কট আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ঈদে ঘর মুখো মানুষের রাত কাটছে আরিচা ঘাটে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জাহাঙ্গীর ভূইয়া, মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদে ঘরে ফেরা মানুষের বিড়ম্বনার শেষ নেই। পথে-ঘাটে কখন কি ঘটে তা কেউ জানে না। যানজট, পরিবহণ সংকট, ভাড়া বৃদ্ধি, দুর্ঘটনা এবং রাতের বেলায় নৌযান চলাচল বন্ধসহ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। ফলে প্রিয়জনদের সাথে বাড়িতে গিয়ে ঈদ করতে রাস্তার যানজট ঠেলে ঘাটে এসে পড়তে হচ্ছে আরেক বিড়ম্বনায়।
সন্ধ্যার পর আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ, স্পিডবোটসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘর মুখো মানুষকে আরিচা ঘাটে এসে রাত্রি যাপন করতে হচ্ছে।এভাবে পদে পদে দুর্ভোগের শিকার হচ্ছেন নদী ওপারের মানুষরা। রাস্তায় অনেক চড়াই-উৎরায় পেরিয়ে ঘাটে এসে পড়ছেন আটকে। রাস্তায় পড়াপাড়ি, ঘাটে এসে গড়াগড়ি পারতে হচ্ছে এসব যাত্রীদেরকে।
জানা গেছে, ১৯৯৭ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহনের চাপ কমে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা ও আশপাশের কিছু এলাকার লোক এ রুটে যাতায়াত করায় কর্তপক্ষ লঞ্চ সার্ভিস চালু রাখে। এ নৌ-রুটে বর্তমানে ১০/১২টি লঞ্চ চলাচল করছে। প্রতিদিন শত শত যাত্রী পারাপার হয়ে থাকে উক্ত নৌ-রুটে। বঙ্গবন্ধু সেতু হয়ে বিভিন্ন স্থানে যানজটসহ নানা ধরনের সমস্যার কারণে আরিচা-কাজিরহাট নৌ-রুটে যাত্রী পারাপার দিন দিন বেড়েই চলছে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ২০১৫ সালে চালু হয় স্পিডবোট সার্ভিস। বর্তমানে এ নৌ-রুটে ১৯টি স্পিডবোট চলাচল করছে। ভাড়া বেশী হলেও কম সময়ে নদী পার হতে পারছে যাত্রীরা। এছাড়া ইঞ্জিন চালিত স্যালো নৌকাতো আছেই। ঈদের এই ভিড়ে আশুলিয়া, ইপিজেট ও টাঙ্গাইল সড়কের যানজট এড়াতে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারি উত্তরাঞ্চলের অনেক যাত্রীই আরিচা ঘাট হয়ে চলাচল করছেন। এছাড়া পাবনার সুজানগর, আমিনপুর, সাথিয়াসহ আশপাশের অনেক এলাকার লোক এ রুটে যাতায়াত করেন। আরিচা-কাজিরহাট নৌরুটে সন্ধ্যার পর লঞ্চ, স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে, তা কেউ জানে, কেউ জানে না। ফলে সন্ধ্যার পর নদী পার হতে আসা এসব যাত্রীরা পড়ছেন আরেক বিড়ম্বনায়। শনিবার দিবাগত রাতে সরজমিনে আরিচা ঘাট ঘুরে দেখা গেছে, নদী পার হতে আসা কয়েকশ যাত্রী আটকা পড়েছে। এর মধ্যে নারী,পুরুষ শিশু, বৃদ্ধসহ সকল ধরনের যাত্রী রয়েছে। আটকে পড়া যাত্রীরা কেউ ঘুড়া-ঘুড়ি করছে। আবার অনেকে লঞ্চ কাউন্টারের কাছে মাটিতে পলিথিন বিছিয়ে এবং লঞ্চ পন্টুনে শুয়ে-বসে আছে। বিশেষ করে নারী, বৃদ্ধ ও শিশুদের যাত্রীদের বেশী অসুবিধা হচ্ছে। এদের পয়ঃনিস্কাশনসহ নানা ধরনের সম্যায় পড়তে হয়। এছাড়া ঘাট এলাকার বোডিং ও খাবার হোটেলগুলোতে প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে।

P-3

পাবনা জেলার সাথিয়ার মারুফা আক্তার জানান, সে ঢাকার সভারে গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করেন। বাড়ি যাবার উদ্দেশ্যে তারা এক সাথে দশজন শনিবার রাত সাড়ে ৮টায় আরিচা ঘাটে এসে আটকে পড়েন। লঞ্চ বন্ধ থাকায় বাধ্য হয়ে আরিচা ঘাটে রাত্রিযাপন করতে হয় তাদেরকে।
পাবনার সাগরকান্দি গ্রামের ওমর ফারুক নারায়ণগঞ্জ গার্মেন্টসে চাকরি করেন, সে রাত ৮:৪০মিনিটের সময় আরিচা ঘাটে এসে পৌঁছান। রাতে লঞ্চ বন্ধ থাকে এটা তার জানা ছিলনা। আগে জানলে সে এখান দিয়ে আসতো না বলে জানান তিনি।
গার্মেন্টস কর্মী পাবনার খোদেজা আক্তার, বাড়ি যাবার উদ্দেশ্যে শিশু সন্তানসহ তারা এক সাথে ৬জন রাত ৯টায় আরিচা ঘাটে আসেন। পার হতে না পেড়ে লঞ্চ কাউন্টারের কাছে পলিথিন বিছিয়ে শুয়ে পড়েন। এ রকম শত শত লোক শনিবার রাতে আরিচা ঘাটে এসে আটকে পড়া অবস্থায় দেখা যায়।
আটকে পড়া যাত্রী শরিফুল ইসলাম বলেন, তার বাড়ি রংপুরে, সে নারায়ণগঞ্জ গার্মেন্সে চাকরি করেন। ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজট দেখে, আরিচা-কাজিরহাট নৌ-রুটে পার হয়ে বাড়ি যাবার জন্য আরিচা ঘাটে আসেন। রাতে বেলায় লঞ্চ চলেনা, আগে জানলে এখান দিয়ে আসতাম না।
যাত্রীদের এ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন ব্যাপক ভুমিকা পালন করেন। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ রাতেই সহকারী কমিশনার (ভুমি) মো. গোলাম কবির, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি ইকবল হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলামকে সাথে নিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজ-খবর নেন। বিশেষ করে নারী ও শিশুদেরকে শিবালয় সরকারী ডাক বাংলায় নিয়ে নিরাপদে থাকা ও প্রয়োজনীয় পানিও জলের ব্যবস্থা করে দেন তিনি। পাশাপাশি পুলিশ, আনসার দিয়ে তাদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা জোরদার করা হয়। তার এ সু-ব্যবস্থাপনায় আটকে পড়া যাত্রীরা সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।
এব্যাপারে কামাল মোহাম্মদ রাশেদ বলেন, নিরাপত্তাজনিত কারণে রাতের বেলায় আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। যে কারণে সন্ধ্যার পর কেউ আরিচা ঘাটে আসলে নদী পার হতে পারবে না। বিধায় এ রুটে যারা যাতায়াত করেন তাদেকে এ বিষয়টি মাথায় রেখেই আসতে হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com