ঈদের রাতে ঢাকার সাভারে রুবেল নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বরিশাল জেলার খলিফার ছেলে।
নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, রুবেল দুই মাস ধরে সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে রুবেলের মোবাইল একটি কল আসে। এরপরে তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পরে বাসায় খবর আসে রুবেলকে গুলি করা হয়েছে, তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। পরে সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে মনে হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার মুখে একটি আঘাতের চিহ্ন আছে তবে সেটি গুলির ক্ষত কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
তিনি আরও বলেন, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের পাশপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএকে