বাংলা৭১নিউজ, ঢাকা: এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। অতিবৃষ্টি কিংবা আবহাওয়ার অন্য কোনো প্রতিকূলতায় সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নগর ভবনে এক সমন্বয় সভায় একথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সমন্বয় সভায় মেয়র সাঈদ খোকন বলেন, আগামী ১৯ অগাস্টের মধ্যে জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ করা হবে। জাতীয় ঈদগাহে প্রায় এক লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তাদের ওজু ও খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে। পাশাপাশি জরুরি চিকিৎসার একটি মেডিকেল টিম ঈদগাহ মাঠে প্রস্তুত থাকবে।
আগামী ২২ অগাস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস