বাংলা৭১নিউজ, ঢাকা: একটানা নয়দিন বন্ধ থাকার পরে রোববার খুলছে বাংলাদেশের সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। বিশেষ বিবেচনায় ২,৩ ও ৪ জুলাই ব্যাংকের কিছু শাখা খোলা থাকলেও একটানা বন্ধ ছিল দেশের পুঁজিবাজার।
পোশাক শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে ২ ও ৩ জুলাই শিল্প-ঘণ এলাকা এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য ৪ জুলাই বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা খোলা ছিলো।
ঈদ ছুটি শেষে রোববার খুলছে সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। তবে নির্বাহী আদেশে গত ৪ জুলাইয়ের ছুটি থাকায় আগামী ১৬ জুলাই শনিবার হওয়া সত্ত্বেও সকল ব্যাংক খোলা থাকবে। এ দিন কর্মদিবস হিসাবে গণনা করা হবে। কেন্দ্রীয় ব্যাংক একথা জানিয়েছে।
রমজান উপলক্ষ্যে পুঁজবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিলো। ঈদের পরে সেই সময় আর থাকছে না।
স্বাভাবিক সময়ের মতো অর্থাৎ সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে ডিএসই, সিএসই এবং এসইসি অফিস। লেনদেন সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে।
অপরদিকে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলোও ফিরবে আগের সময়ে।
বাংলা৭১নিউজ/এস