বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার উদয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাথী আক্তারের (১৪) আর নতুন জামা কাপড় পড়ে সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করা হলো না। অসতর্কতার কারণে পড়নের ওড়না চলতি ইজিবাইকের চাকায় পেছিয়ে গলার ফাঁস লেগে যাওয়ায় তার বাবা-মায়ের চোখের সামনেই মেয়ের করুন মৃত্যু হয়।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানান যায়, কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের চৌহাট্টা গ্রামের মোঃ শান্ত মিয়া গত সোমবার তার কন্যা উদয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাথী ও সাথীর মাকে নিয়ে কলমাকান্দায় ঈদের কেনাকাটা করতে আসে।
শান্ত মিয়া তার মেয়েকে পছন্দ মতো ঈদের নতুন জামা কাপড় ও স্ত্রীকে নতুন শাড়ী কিনে দেন। রাত সাড়ে ৮টার দিকে কলমাকান্দা থেকে বাড়ী ফেরার পথে কলমাকান্দা-বড়খাপন সড়কের চৌহাট্টা বাড়ীর কাছাকাছি চলে আসলে সাথী গায়ে জড়ানো ওড়না অসাবধানতা বশত চলন্ত ইজিবাইকের চাকায় পেছিয়ে পড়লে গলায় ফাস লেগে বাবা-মায়ের চোখের সামনেই মেয়ের করুণ মৃত্যু হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান ইজিবাইকে ওড়না পেছিয়ে নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/জেএস